মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটল বুধবার সন্ধ্যায়। এ নিয়ে যেমন রাজনৈতিক মহলে চাঞ্চল্য তেমনি পুলিশও অপ্রস্তুত। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
কসবায় অ্যাক্রোপলিশ মলের কাছে একটি আবাসনে থাকেন মন্ত্রী ইন্দ্রনীল। সন্ধ্যায় একটি গাড়ি এসে আবাসনের সামনে দাঁড়ায়। এরপর বোমা ছুঁড়ে পালিয়ে যায় বাইপাসের দিকে। সেই সময় ইন্দ্রনীল বাড়িতে না থাকলেও তার পরিবারের সদস্যরা ছিলেন। ঘটনায় এলাকাবাসী এবং আবাসনের বাসিন্দারা তটস্থ হয়ে পড়েন। কলকাতার বুকে ভর সন্ধ্যায় এইরকম ঘটনা অনেককে অবাক করেছে।
আরও পড়ুন- কেষ্টপুরে শুভেন্দুকে কালো পতাকা তৃণমূলের, গাড়িতে হামলা করার অভিযোগ
 
 
 
 
 




























































































































