বাজেটের দিন সংসদ অভিযান, সিদ্ধান্ত কৃষক নেতাদের

0
4

প্রায় দু’ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনার পর প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় যেভাবে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল, তাতে রীতিমতো চাপে কৃষক আন্দোলন। অস্বস্তিতে কৃষক সংগঠনের নেতারা । দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও আন্দোলনের পথ থেকে এতটুকুও সরছেন না তাঁরা। আর আইন প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা দিল্লি সীমান্ত থেকে ফিরবেন না বলে বুধবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে কৃষক সংগঠন মঞ্চ থেকে। পরবর্তী আন্দোলনের দিনস্থির হয়েছে। বাজেটের দিন সংসদ ভবন অভিযান করবেন তাঁরা।

সংযুক্ত কিষান মোর্চা দাবি, এই অশান্তি পূর্ব পরিকল্পিত। এর  পিছনে রয়েছে সমাজবিরোধীরা৷ কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকে কলুষিত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন কৃষক নেতারা৷ ঘটনার নিন্দাও করেছেন তাঁরা৷ প্রথম থেকেই কৃষকরা দাবি করেছিলেন, কেন্দ্রের নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতেই অনড় কৃষক সংগঠনগুলি৷ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘোষণার দিন কৃষকরা সংসদ অভিযানে যাবেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে৷

Advt