শৃঙ্খলাভঙ্গ’! , ‘বাগী’ বিধায়ক প্রবীর ঘোষালকে শো-কজ করলো তৃণমূল

0
2

অবশেষে দলের ‘বাগী’ বিধায়ক প্রবীর ঘোষালকে(MLA Prabir Ghoshal) শো কজ (Show cause)করল তৃণমূল কংগ্রেস(TMC)৷ দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আজ, মঙ্গলবারই তিনি হুগলি জেলার তৃণমূলের কোর কমিটি এবং জেলা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন৷ এই ঘটনার পরই প্রবীর ঘোষালকে শোকজ করার সিদ্ধান্ত নেয় দল৷ দিন চারেক আগে বালির দলীয় বিধায়ক বৈশালী ডালমিয়াকে সরাসরি বহিষ্কার করেছিল তৃণমূল৷ প্রবীর ঘোষাল অবশ্য জবাবদিহির সুযোগ পাবেন৷ উত্তরপাড়ার বিধায়ক জানিয়েছেন, “চিঠি এখনও পাইনি৷ আগে পাই, তারপর যা জবাব দেওয়ার দেবো”৷

Advt

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(MP Kalyan Banerjee) এদিনই দলীয় প্রবীর ঘোষালকে “দু’ মুখো সাপ” বলে কটাক্ষ করেছেন৷ প্রসঙ্গত, সোমবার পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সভাতেও ছিলেন না ছিলেন প্রবীর ঘোষাল৷

প্রবীরবাবু এ দিন বেশ কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন দলের একাংশের বিরুদ্ধে৷ বলেছেন, “মুখ্যমন্ত্রীর কথাই দলের অনেক নেতা শুনছেন না। দলে একটি চক্র সক্রিয়৷ এই চক্র ভালো মানুষদের কাজ করতে দিচ্ছেনা”৷ তিনি বলেছেন, এই চক্রের কারনে কাজ করতে পারছি না”৷ শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি৷

ওদিকে, সোমবারই পুরশুড়ার সভামঞ্চে দাঁড়িয়ে দলের বিক্ষুব্ধদের প্রতি কড়া মনোভাব স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷বলেছিলেন, যাঁরা দল ছাড়তে চান তাঁরা যেন তাড়াতাড়ি চলে যান৷ বিদ্রোহী এই বিধায়ক এখন কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷