‘তরুণ প্রজন্মের ওপর রাষ্ট্রের গুরুভার’, বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে খোশমেজাজে মোদি

0
2

২০২১ সালের রাষ্ট্রীয় বাল পুরস্কার(Rashtriya Bal Puraskar) প্রাপকদের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। যে তালিকা ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার পুরস্কৃত সেই তরুণ প্রজন্মের সঙ্গে আলাপচারিতায় মাতলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ প্রতিভাসম্পন্ন যেসব বালক-বালিকা ক্রীড়া, সাহসিকতা, সমাজ সংস্কৃতি ও বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘক্ষন তাদের সঙ্গে কথা বলেন তিনি জানতে চান, তাদের ছোটবেলার স্বপ্ন এবং সেই স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য তাদের যাত্রা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের ওপর দেশের গুরু দায়িত্ব। আগামীদিনে দেশকে এই তরুণ প্রজন্মই এগিয়ে নিয়ে যাবে। নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরস্কারপ্রাপ্ত তরুণ-তরুণীদের আরো পরিশ্রম করার পরামর্শ দেয় না মোদি।

আরও পড়ুন:রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্ত ৩২ জন বিজয়ীর মধ্যে এদিন পশ্চিমবঙ্গ থেকে একজন উপস্থিত ছিল। বাংলার এই কিশোরের নাম সৌহার্দ্য দে। শিল্প ও সংস্কৃতি বিভাগের এই পুরস্কার জেতে ওই কিশোর। পাশাপাশি ভিডিও কনফারেন্সে দীর্ঘদিন পর গুজরাটি ভাষায় কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গুজরাটের এক কৃতির সঙ্গে দীর্ঘক্ষন নিজের মাতৃভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী।

Advt