১) মঙ্গলবার নর্থইস্টইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। চোটের কারণে অনিশ্চিত শুভাশিস বোস এবং এদু গার্সিয়া।

২) শুক্রবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। লোনে ইস্টবেঙ্গল থেকে হায়দরাবাদ এফসি যাচ্ছেন গোলরক্ষক শঙ্কর রায়।
৩) আইলিগে রবিবার রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। তিন পয়েন্ট লক্ষ্য হাবিয়ার।
৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ড্রেসিংরুমে ভারতীয় দলকে বার্তা দেন অজিঙ্কে রাহানে।
৫) সিডনি টেস্টে ভারতের প্লানিং বুঝতে পারেনি অস্ট্রেলিয়া। জানালেন আর অশ্বিন।
আরও পড়ুন:আজকের দিন কেমন যাবে



































































































































