এবার টিটাগড়ে গুলি করে খুন তৃণমূল কর্মীকে

0
2

বিজেপি (BJP) নেতা মনীশ শুক্লা (Mohish Shukla) খুনের (Murder) ঘটনা এখনও টাটকা। যা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সিআইডি (CID) সম্প্রতি মনীশ খুনে চার্জশিট জমা দিয়েছে। তার মাঝেই উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titaghar) গুলি করে খুন করা হলো এক যুবককে। নাম গুমানি খান (৪২)। গুমানি এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) সমর্থক বলেই পরিচিত।

টিটাগড়ের গোয়ালপাড়ার বাসিন্দা নিহত গুমানি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ, শনিবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায় জনা দুয়েক দুষ্কৃতী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় গুলি লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, গুমানি খুনের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন- অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, তদন্তে গড়িমসির অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

Advt