করোনা ( corona) আক্রান্ত প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদান ( zinedine zidane) । শুক্রবার এমনটাই জানানো হয় রিয়াল মাদ্রিদের( real Madrid ) পক্ষ থেকে।

মরশুমের শুরুতেই করোনার আক্রান্ত হয়েছিলেন রিয়ালের বেশ কিছু ফুটবলার। ক্যাসেমিরো, হ্যাজার্ডদের আগেই করোনা থাবা বসিয়েছে। এবার করোনা থাবা বসলো রিয়ালের হ্যেড স্যারের ওপর।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রিয়াল। শনিবার আলাভেসের সঙ্গে খেলতে নামবে রিয়াল। সেই ম্যাচে ফুটবলারদের সঙ্গে মাঠে থাকবেন সহকারী বেটনো। এই মুহুর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন জিদান।
আরও পড়ুন:‘প্রতি ম্যাচে গোল করতে চাই’, জানালেন ডেভিড উইলিয়ামস



































































































































