বৃহস্পতিবার আইএসএলে ( isl)চেন্নাইয়ান এফসিকে ( chennaiyan fc) ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা ডেভিড উইলিয়ামস( d Williams) ।

বৃহস্পতিবার চেন্নাইয়ান ম্যাচ থেকে জয়ে ফিরতে চাইছিলেন, সে কথা বুধবারই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন হাবাস (habas)। তাই এদিন রয় কৃষ্ণা, জাভি হার্নান্ডেজ, এদু গার্সিয়াকে নামান বাগান কোচ। তবে একাধিক বার আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে পারেনি বাগান শিবির।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন হাবাস। ম্যাচের ৬৭ মিনিটে ম্যাকহিউকে তুলে উইলিয়ামসকে মাঠে নামান তিনি। এরপর একাধিক আক্রমণে যায় বাগান শিবির। ম্যাচের ইনজুরি টাইমে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন উইলায়ামস। জাভির কর্নার থেকে হেডে গোল করেন তিনি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন :মুম্বই সিটির বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন রেনেডি



































































































































