তৃণমূল ভবনে এসেও খালি হাতেই ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি

0
4

তৃণমূলের (TMC) মূলস্রোতে ফিরতে মরিয়া জিতেন্দ্র তেওয়ারি৷ কিন্তু কাজের কাজ কিছু হলো না৷

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বাইপাসের ধারে তৃণমূল ভবনের কাছে দেখা যায় আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari)৷

রাজনৈতিক মহলের অনুমান, দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতেই তৃণমূল ভবনে যান জিতেন্দ্র৷ দেখা করার উদ্দেশ্য, তিনি দলে ফিরতে চান, শীর্ষ নেতৃত্ব ছাড়পত্র দিক৷ ওদিকে, তৃণমূলের একাংশের বক্তব্য, জিতেন্দ্রর বিজেপিতে (BJP) যোগ দেওয়া প্রায় চূড়ান্ত হয়েছিলো৷ কিন্তু শেষ মুহুর্তে বিজেপি দরজা বন্ধ করে দেয়। ভাসমান পরিস্থিতিতে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। তাই এখন তৃণমূলের মূল স্রোত ফিরতে মরিয়া জিতেন্দ্র সরাসরি বাই পাসের ধারে তৃণমূল ভবনেই চলে এসেছেন। তবে জিতেন্দ্র বলেছেন, ‘‘এটা তো আমার দলেরই অফিস! সেখানে আমি তো আসতেই পারি।’’

তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা তৃণমূল সুপ্রিমোর। ওই বৈঠকের ফাঁকে মমতার সঙ্গে দেখা করার সুযোগ নিতেই ভবনে গিয়েছিলেন জিতেন্দ্র। যদি নেত্রীর সঙ্গে দেখা করে দলের মূলস্রোতে ফেরা যায়। তবে জিতেন্দ্র তিওয়ারি এদিন তৃণমূল ভবনের ভিতরে ঢোকেননি। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলেই যান তিনি।

আরও পড়ুন- প্রতিশ্রুতি মতো ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠাল সরকার, নবান্নে ঘোষণা মমতার

Advt