৫০ হাজারের রেকর্ড ছুঁয়ে ফের নামলো সেনসেক্স

0
3

?সেনসেক্স ৪৯,৬২৪.৭৬ (⬇️ -০.৩৪%)

?নিফটি ১৪,৫৯০.৩৫ (⬇️ -০.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার নয়া ইতিহাস গড়েছে সেনসেক্স। তবে দিনের শেষে ফের পতন ঘটল শেয়ারবাজারে। মাঝে সেনসেক্স শিখর ছুঁয়ে ৫০,১৪৬.২১ পর্যন্ত পৌঁছলেও দিনের শেষে তা নেমে এলো ৪৯,৬২৪.৭৬-এ। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। একটা সময় ১৪,৬৪৪.৭০-এ পৌঁছলেও দিনের শেষে তা নেমে দাঁড়ায় ১৪,৫৯০.৩৫-এ।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৬৭.৩৬ পয়েন্ট বা -০.৩৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৬২৪.৭৬। এনএসই নিফটি (NSE Nifty) -৫৪.৩৫ পয়েন্ট বা -০.৫৭ শতাংশ নেমে হয়েছে ১৪,৫৯০.৩৫। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়ে দিনের শেষে এক ধাক্কায় এতোখানি পতন ঘটায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt