হালকা বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু, তা ছাপিয়ে বর্ষাকালের মতো ঝমঝমিয়ে বৃষ্টিতে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে শিলিগুড়ি ও লাগোয়া বিস্তীর্ণ এলাকায়। বুধবার বিকেল থেকেই হালকা বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের নানা এলাকায়। ৬টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাতেই স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে। বৃষ্টির দাপটে বেশ কয়েকটি রাস্তায় জল জমে যায়।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙেও বৃষ্টি হয়েছে। সঙ্গে কনকনে বাতাস বইছে। লাগোয়া রাজ্য সিকিমের অপেক্ষাকৃত উঁচটু এলাকা তো বরফের তলায় চলে গিয়েছে। বিশেষত, ছাঙ্গু, নাথু লা তো বটেই, জুলুখের মতো এলাকাতেও বরফের চাদরে মুড়ে গিয়েছে।
প্রবল শীত, দুধসাদা বরফের হাতছানিতে গুটিগুটি পায়ে পা বাড়াচ্ছেন পর্যটকরাও। হাড় হিম করা বাতাসের জন্য দৈনন্দিন জনজীবনে যদি বা কিছুটা বিঘ্ন ঘটে তাতে ক্ষতি নেই! কিন্তু, শীত উপভোগ করতে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করায় আশায় বুক বেঁধেছেন লক-ডাউনে ব্যবসা বিধ্বস্ত হতে চলা ট্যুর অপারেটররা।
আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব এসএফআই


































































































































