শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) সভা করার পরে মাঠ শুদ্ধিকরণ করলে তৃণমূল (Tmc)। বুধবার, চন্দননগরে (Chandannagar) গিয়ে স্থানীয় সার্কাস মাঠে একটি সভা করেছিলেন সদ্য তৃণমূল থেকে যাওয়া বিজেপি নেতা শুভেন্দু। অভিযোগ, ওই মিছিল থেকেই “গোলি মারো” এই স্লোগান দেওয়া হয়। এই খবর সম্প্রচারিত হবার পরই চন্দননগরের মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

আরও পড়ুন:কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীতে মোদির অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা
বুধবার, রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে মাঠে শুভেন্দু সভা করে গিয়েছেন সেই মাঠকে শুদ্ধিকরণ করা হবে। সেই মতো বৃহস্পতিবার সকালে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা ঘি, বেলপাতা এবং ঘড়া ঘড়া গঙ্গাজল দিয়ে সার্কাস মাঠকে ‘শুদ্ধ’ করা হয়। চন্দননগরবাসী নির্ভয়ে থাকতে পারেন বলে আশ্বাস দেন চন্দননগরের মহিলা তৃণমূল কর্মীরা।


































































































































