কোনরকম শারীরিক সমস্যা থাকলে কোভ্যাক্সিন নেওয়া যাবেনা। এমনই সতর্কতা জারি করল ভারত বায়োটেক। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ইতিমধ্যেই একাধিক রোগে আক্রান্ত হওয়ার জন্য নানা ধরনের ওষুধ খেতে হয় তাদের কোভ্যাক্সিন নিতে নিষেধ করল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা।

ভরত বায়োটেক এর তরফ থেকে জানানো হয়েছে , পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে তারা এই ভ্যাকসিন নেবেন না। পার্শ্ব প্রতিক্রিয়ার একটি তালিকাও তারা বের করেছে। সেগুলি হল : নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে অ্যালার্জির সমস্যা ছিল বা আছে, অন্তঃস্বত্বা মহিলাদেরও করোনা টিকা না নেওয়াই উচিত বলে জানিয়েছে তারা। যাঁদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে তাঁদেরও ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম এবং নানা রকম অসুস্থতা শরীরে বাসা বেঁধে আছে তাদের এই ভ্যাকসিন না নেওয়াই উচিত।
গত শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। আর তারপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করেছে। আর এরপরই আসরে নামল ভারত বায়োটেক।






































































































































