“মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। গোখরো-কেউটে থেকেও বিষাক্ত। ওদের এক কামড়েই শেষ। একসময়ের মাওবাদী উপদ্রুত পুরুলিয়ায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এরা বাংলা কে চেনে না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লোকসভা ভোটের পরে কোনো উন্নয়ন করেননি বিজেপি-র (Bjp) জন প্রতিনিধিরা। “বিজেপি মিথ্যে কথা বলে। ফেক ভিডিও ছড়ায়। ওদের কোন ভিডিও হোয়াটসঅ্যাপ বিশ্বাস করবেন না” সভায় উপস্থিত কর্মী সমর্থকদের প্রতি বার্তা তৃণমূল (Tmc) নেত্রীর।
মুখ্যমন্ত্রী বলেন, পুরুলিয়ায় এর আগে প্রতিদিন ছিল অশান্তি, অসন্তোষ। এখন অনেক মাওবাদী মূল স্রোতে ফিরে এসেছেন। রাজ্য সরকার তাদের চাকরি দিয়েছে। কিন্তু ফের পুরুলিয়া-জঙ্গলমহলকে অশান্ত করতে চাইছে পদ্ম শিবির। “মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি।” পুরুলিয়া (Purulia) বহিরাগতদের নিয়ে এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তারা- অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। পুরুলিয়ার মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:পুরুলিয়ার জনসভা মাতালেন শতাব্দী




































































































































