গ্যাব্বায় ( gabba) ঐতিহাসিক জয় ভারতের( india)। এই জয়ের ফলে বর্ডার গাভাস্কর ট্রফি জিতলো অজিঙ্কে রাহানের ( ajnkya rahane)দল। দ্বিতীয় ইনিংসে এদিন দুরন্ত ব্যাটিং শুভমন গিল( subhman gill), ঋষভ পন্থের( rishabh panth)। এই দুই ব্যাটস ম্যানের ওপর ভর করেই ব্রিসবেনে( Brisbane ) বাজিমত টিম ইন্ডিয়ার। ৯১ রান করেন শুভমন। আর ১৩৮ বলে ৮৯ রান করে ম্যাচের সেরা পন্থ।

এদিন ম্যাচের সেরা হয়ে সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন, ” এটা আমার জীবনে সেরা দিন। এই জয় ঐতিহাসিক। যখন আমি প্রথম একাদশে সুযোগ পাইনি, তখনও দল আমাকে সাহায্য করেছে, সেটা অসাধারণ।” এর পাশাপাপাশি ঋষভ আরও বলেন, ” প্রথম টেস্টের হারের পর, ঘুরে দাঁড়ায় ভারতী দল। অনুশীলনে অনেক সময় দেওয়া হয়। পঞ্চম দিন অজি বোলারদের শক্তিশালী বোলিং র সামনে ব্যাট করা সহজ ছিল না। তবে আমরা করে দেখিয়েছি।”
টেস্ট সিরিজ শুরু হওয়ার পরই চোট আঘাতে জর্জরিত হয়ে পরে ভারতীয় দল। দল থেকে ছিটকে যান, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ঈশান্ত শর্মার মতন ক্রিকেটার। দলে এত ক্রিকেটার না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল জয় পাবে কি না তা নিয়ে সন্দেহ ছিল ক্রিকেট মহলের। সেই জায়গা থেকে ঐতিহাসিক জয় দেখিয়ে দিল অজিঙ্কে রাহানের দল।
আরও পড়ুন:ব্রিসবেনে বাজিমাত ভারতের, ঐতিহাসিক জয় ‘বিরাট হীন’ টিম ইন্ডিয়ার, দুরন্ত ব্যাটিং শুভমন গীল, ঋষভ পন্থে




































































































































