দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোরে ‘পদাতিক’-এ চেপে কলকাতা (Kolkata ) থেকে মালদহে (Maldah) পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। বাংলার মানুষ বাংলায় সাম্প্রদায়িক শক্তি চায় না। তাই তাঁরা ভোট ভাগ করতে চান না। বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম নয় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস(Tmc)। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন দেখে তার পাশে থাকবেন”।
মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সে বিষয়ে ফিরহাদ বলেন, “উনি যদি কথা রাখতে পারেন, তা হলে রাজনীতি ছাড়তে হবে তাঁকে”।
মালদহ স্টেশনের তাঁকে স্বাগত জানাতে ছিলেন ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুর প্রশাসক নীহার ঘোষ ও কার্তিক ঘোষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং মালদহে দলীয় কর্মসূচি রয়েছে ফিরহাদের।

































































































































