ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) গাব্বায় উইকেটের পিছনে দাড়িয়ে গান গাইলেন ঋষভ পান্থ। একেবারে স্পাইডার ম‍্যান, স্পাইডার ম‍্যান,স্পাইডার ম‍্যান করে গান গাইতে লাগলেন তিনি।

২) আইএসএলে সোমবার চেন্নাইয়ান এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করল এসসি ইস্টবেঙ্গল। এদিন ম‍্যাচে লালকার্ড দেখলেন অজয় ছেত্রী।

৩) বৃহস্পতিবার আইএসএলে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ান ম‍্যাচ দিয়ে জয়ের ফিরতে মরিয়া বাগান ব্রিগেড।

৪) মঙ্গলবার আইলিগে ট্রাউ এফসির বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। চোটের কারণে ট্রাউ ম‍্যাচে নেই ফাতাও।

৫) শুরু হওয়ার আগেই সমস্যায় অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া ৭২ জন খেলোয়ার করোনা আক্রান্ত।

আরও পড়ুন:আজকের দিন কেমন যাবে

Advt