বর্তমান সিএবি (CAB) সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়ল। তার ভাই এখন সৌরভ একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন । যদিও মহারাজ এখন অনেকটাই সুস্থ হয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন।
তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বুকেও একটা স্টেন্ট বসাতে হবে।
জানা গিয়েছে, বাড়ি ফেরার পরে সৌরভ নিজের উদ্যোগে দাদাকে হেলথ চেকআপ করাতে বলেন। সেই চেক আপের পরেই জানা যায়, তিনিও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। স্টেন্ট বসাতে হবে। সূত্রের খবর, আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের (Snehasish Ganguly) বুকে স্টেন্ট বসবে।

































































































































