উত্তর-পূর্ব ভারতের লাদাখ সীমান্তে(Ladakh border) গত কয়েক মাস ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। সেই আবহের মাঝেই এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তরফে এক স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের অন্দরে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) অবৈধভাবে একটি গ্রাম বানিয়ে ফেলেছে প্রতিবেশী চিন(China)। নিশ্চিত ভাবেই এই তথ্য নয়াদিল্লির(New Delhi) কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধু লাদাখ নয় অরুনাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত রয়েছে। অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চিন প্রশাসন। এমনকি এখানে ভারতের কোনও রাষ্ট্রনেতা সফর করলে তারও বিরোধিতা করতেও দেখা যায় বেজিংকে। এমন অবস্থার মাঝেই সাম্প্রতিক যে ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে, ভারতের অন্দরে অরুণাচলে চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া।
আরও পড়ুন:মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের
শুধু তাই নয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, ওই স্যাটেলাইট চিত্র হাতে পাওয়ার পর একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তারা। এবং সকলেই মেনে নিয়েছেন এই গ্রাম অরুণাচল প্রদেশের অন্দরে অবস্থিত। তথ্য বলছে চিনের তৈরি এই গ্রামটি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিলোমিটার ভেতরে ভারতে অবস্থিত। স্বাভাবিকভাবেই লাদাখ ছাড়িয়ে এবার অরুণাচলের চিনের এহেন আগ্রাসনে নিশ্চিত ভাবেই চাপে মোদি সরকার।


































































































































