শ্যামনগরে চা-চক্রে কটাক্ষের মেজাজে দিলীপ

0
3

সোমবার সকালে দমদমের শ্যামনগরের চা-চক্রে ফের দিলীপ ঘোষ নিজস্ব মেজাজে। কটাক্ষের সুর ছিল ভাষণে। বিজেপি কর্মীদের খেটে খাওয়া মানুষের সঙ্গে তুলনা করলেন। বললেন কেন ঘুম থেকে উঠতে দেরি হয় শাসক দলের কর্মীদের। একইসঙ্গে বহিরাগত ইস্যু থেকে দুর্নীতি, সব কিছুই ছুঁয়ে যান তিনি। চা-চক্র ঘিরে কার্যত ছোটখাটো সভা বসিয়ে ফেলেন বিজেপি রাজ্য সভাপতি। বিকেলে পদযাত্রা সেরে রাতের ট্রেন ধরে তিনি যাবেন উত্তরবঙ্গে।

Advt