সৌমিত্র কন্যা কোভিড আক্রান্ত, উদ্বিগ্ন পরিজনরা

0
2

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু কোভিডে আক্রান্ত। সৌমিত্র-কন্যা জানান, ‘‘আমার কোভিড সংক্রমণ হয়েছে। শরীর বেশ দুর্বল। তবে চিকিৎসক এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি। বাড়িতেই থাকতে বলেছেন। তাঁদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি।’’
গত বছরের শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিডে আক্রান্ত হয়েই প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । যদিও পরে তাঁর কোভিড সেরে যায়, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নভেম্বরের ১৫ তারিখ তিনি আলোক ত্যাগ করেন। আবার চট্টোপাধ্যায়-পরিবারে কোভিডের সংক্রমণ ধরা পড়ায় রীতিমতো উদ্বিগ্ন পরিজনরা।