আগামী ২৩ জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ৩০-৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরে সিলমোহর দিল বঙ্গ বিজেপি ।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শনিবার জানিয়েছেন, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসবেন মোদি।
৩০-৩১ জানুয়ারি অমিতের সফর সূচি প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘ঠাকুরনগরে যেতে পারেন অমিত। আবার নবদ্বীপ বা মায়াপুরেও যেতে পারেন। তিনি বাঙালির বিভিন্ন শ্রদ্ধা কেন্দ্রে যাবেন।’’
জানুয়ারিতে রাজ্যে এলেও দলীয় কোনও অনুষ্ঠানেই যোগ দেবেন না মোদি। কেন্দ্রীয় সরকার আগামী ২৩ জানুয়ারি থেকেই সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদ্যাপন শুরু করতে চায়। ওই দিন তারই সূচনা অনুষ্ঠান হবে কলকাতায়। সেই অনুষ্ঠানেই হাজির থাকবেন প্রধানমন্ত্রী ।

































































































































