শনিবার মুস্তাক আলি টি-২০ ( syed mushtaq ali trophy ) তে চতুর্থ ম্যাচে খেলতে নামছে বাংলা (bengal)। প্রতিপক্ষ অসম ( assam)। অসমের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ( anustup majumdar)।

এলিট বি গ্রুপে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে বাংলা।বাংলার বোলিং পার্টের সামনে কার্যত মাথানত করছে বিপক্ষ দল। দলের ওপেনিং ভাগ সফল হলেও, দলের মিডল অর্ডার এখনও সেভাবে সফল নয়। যা কিছুটা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টের।
গতকালই মাতৃবিয়োগ হয়েছে অরুণ লালের। এই মুহূর্তে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এই সময়ে দলের দায়িত্ব রয়েছেন সৌরাশিষ লাহিড়ী।এদিন সাংবাদিক সম্মেলনে সৌরাশিষ বলেন,” শেষ তিন ম্যাচের মতন এই ম্যাচেও জয় নিয়ে আশাবাদী। দলের বোলার দারুণ কাজ করছে। এই ম্যাচেও জয় পাব।”
আরও পড়ুন:ফের বর্ণবৈষম্যের স্বীকার সিরাজ, নতুন সংযোজন সুন্দর




































































































































