কত জনের বাড়ি বিদেশে, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

খায়রুল আলম, ঢাকা

0
3

কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ির মালিক বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (Anti Corruption Commission)। উচ্চ আদালতের নির্দেশ মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন।

চিঠি পাঠানোর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব আনোয়ার জানান, “কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি-ঘর করেছে বলে জানা গেছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ডিআরইউর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে বিদেশমন্ত্রী (Foreign minister) এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। প্রাথমিকভাবে অর্থপাচারে ( Money laundering) জড়িত যাদের তথ্য পাওয়া গেছে তার মধ্যে সরকারি কর্মচারীই          (Government employee ) বেশি বলে জানান তিনি। এছাড়া রাজনীতিবিদ (Politician) এবং ব্যবসায়ী        ( Businesses Man ) থাকার কথাও তিনি বলেন। তবে কারও নাম তিনি প্রকাশ করেননি।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে করোনা টিকা পাবেন ২৫ হাজার গণমাধ্যম কর্মী

Advt