এবার মেট্রোর ই-পাসের ঝঞ্ঝাট থেকে মুক্তি পাচ্ছেন পুরুষ যাত্রীরাও। আগেই বয়স্ক, শিশু এবং মহিলাদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। এবার আগামী সোমবার থেকে ই-পাসের (E-Pass) ঝঞ্ঝাট পুরোপুরি তুলে দেওয়ার পথে কলকাতা মেট্রো। এরপর থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড (Smart Card) থাকলেই মেট্রোতে যাতায়াত করা যাবে। তবে টোকেন এখনই নয়।
সূত্রের খবর, আগে দৈনিক ২২৮টি ট্রেন চলত। সোমবার থেকে চলবে ২৪০টি ট্রেন। তবে শুধুমাত্র স্মার্টকার্ড থাকলেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এখনই টোকেন চালু করা হচ্ছে না। এখন সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত ই-পাস লাগছে পুরুষ যাত্রীদের ক্ষেত্রে। সোমবার থেকে আর ই-পাস নয়।
আনলক পর্বে মেট্রো চালুর পর করোনা সংক্রমণ এড়াতে টোকেন তুলে দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ড ব্যবহারেও বেশ নিয়মবিধি ছিল। তবে এখন থেকে আর সেসব কোনো নিয়ম বিধি থাকছে না। তবে, টোকেন চালু না হওয়ায় যাদের স্মার্ট কার্ড নেই, তাঁরা এখনই যাত্রা করতে পারবেন না।
আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিজেপির অন্দরে ভাঙন, আসরে অমিত
 
 
 
 
 
 
 






























































































































