ভাড়া অনেক দিন বাড়েনি। তার উপর লকডাউনে (Lockdown) দীর্ঘদিন ব্যবসা মার খেয়েছে। তাই ভাড়া বাড়ানোর দাবি তুলেছে শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling)-মিরিকগামী ছোট গাড়ি চালকদের একটি সংগঠন। তরাই চালক সংগঠনের তরফে সোমবার সমাবেশ করা হয়েছে।
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে গাড়ি চালক সংগঠনের সদস্যরা জানান, ২০১২ সালের পর থেকে শিলিগুড়ি-দার্জিলিং গামী গাড়ির সরকার নির্ধারিত যাত্রী ভাড়া (Fare) ১৩০ টাকা থেকে আর বৃদ্ধি হয়নি। ফলে গাড়ি চালকদের খরচ চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
তবে অন্য সংগঠনের যারা রয়েছেন তাঁরা গাড়ি চালাতে পারবেন। তা ছাড়া, সরকারের কাছে আবেদন করা হচ্ছে যে, গাড়ির ভাড়া ১৩০ টাকার থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করা হোক। টাইগার হিলে যাওয়ার জন্য অনুমতি পত্র দিতে একটি কাউন্টার শিলিগুড়িতেও খোলার দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন-জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক, কালই রাজ্যে উপ মুখ্য নির্বাচন কমিশনার






























































































































