এবার রাজ্যে বার্ড ফ্লু-র (Bird Flue) আতঙ্ক। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ছড়ালো বার্ড ফ্লু-এর আতঙ্ক। আজ দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর তারপরই দুর্গাপুর জুড়ে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্ক ছড়িয়েছে।

সোমবার আশিষ মার্কেট এলাকায় হাঁস, মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গেই সঙ্গেই পুলিশে খবর দেন স্থানীয়রা। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে দুর্গাপুর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি দাবি করেছেন। উল্লেখ্য, বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে এদিন অ্যাডভাইজরি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বার্ড ফ্লু থেকে কীভাবে সতর্ক থাকতে হবে, তা নিয়ে অ্যাডভাজারি জারি করা হয়েছে। কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগির মৃত্যু হলে, তা জানাতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের অ্যাডভাইজারিতে।
আরও পড়ুন- স্বামীজিকে নিয়ে বাজার গরম বিজেপির,পাল্টা জবাব দিলেন ব্রাত্য






























































































































