এবার গরু পাচারকাণ্ডে এনামূলের তিন আত্মীয়কে দফতরে হাজিরার নির্দেশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation)। শনিবারই তাঁদেরকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই (CBI)।
সিবিআই সূত্রের খবর, গরু পাচারকাণ্ডের তদন্ত শুরু হতেই দেশ ছেড়েছেন এনামূলের ওই তিন আত্মীয়। তাঁরা এখন ঠিক কোথায় রয়েছেন তা জানা যায়নি সিবিআইয়ের তরফে। তবে তাঁরা যে পলাতক এটুকু নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের হাজিরার নোটিশ এনামূলের ম্যানেজারের কাছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পশিচমবঙ্গে গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে গ্রেফতার করা হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি (DSP) পদমর্যাদার ৬ অফিসারকে নোটিশ পাঠিয়েছে সিবিআই (CBI)। আর এরই মধ্যে এনামূলের তিন ঘনিষ্ঠ আত্মীয়ের খোঁজ পায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এনামূলের এই তিন ঘনিষ্ঠ আত্মীয় গরু পাচারের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন-জুনিয়র মৃধা খুনে চাঞ্চল্যকর তথ্য, নিজের ফোন থেকে বহু মেসেজ ডিলিট করেন প্রিয়াঙ্কা
 
 
 
 
 
 





























































































































