ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শর্ত বিসিসিআইয়ের

0
2

ব্রিসবেনে ( brisben) চতুর্থ টেস্ট (4th test) খেলা নিয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিসিসিআই (Bcci)। ব্রিসবেনে চতুর্থ টেস্ট ভারতের খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার( cricket Australia ) কাছে একটি শর্ত রাখে ভারতী ক্রিকেট বোর্ড। সেই শর্তে রাজি হলে, তবেই ব্রিসবেনে খেলতে যাবে টিম ইন্ডিয়া। এমনটাই জানাল এক সংবাদ সংস্থা।

এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শেষ মিনিটে বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শর্ত রাখে এই যে,” চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর আর এক মুহূর্ত ব্রিসবেনে থাকবে না টিম ইন্ডিয়া। ম‍্যাচ শেষ হলেই ভারতীয় দল দেশে ফিরে আসবে। সেই ব‍্যবস্থা করে দিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।”এই শর্ত মানা হলেই তবেই চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যাবে ভারতীয় দল। এমনটাই ওই পত্রিকাকে জানিয়েছে বিসিসিআইয়ের এর এক সূত্র।

অস্ট্রেলিয়ার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কুইন্সল‍্যান্ডে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম কঠোর করা হয়। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে মতবিরোধ চলে দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার সঙ্গে। এবার সেই নিয়ে সরব হল বিসিসিআই।

আরও পড়ুন:তৃতীয় টেস্ট জিততে রাহানেদের দরকার ৩০৯, চালকের আসনে টিম অস্ট্রেলিয়া

Advt