প্রায় দু’বছর আগে পুলওয়ামায়(Pulwama) জঙ্গি হামলার(Terror Attack) প্রত্যুত্তরে পাকিস্তানের বালাকোটে(balakot) পাল্টা হামলা চালিয়েছিল ভারতীয় সেনা(Indian army)। সেই হামলায় প্রায় ৩০০ জন জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করা হয়েছিল ভারতের তরফে। তবে এই দাবি মানতে রাজি হয়নি পাকিস্তান সরকার(Pakistan government)। অবশেষে এক প্রাক্তন পাক কূটনীতিকের স্বীকারোক্তিতে প্রকাশ্যে চলে এলো পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা। সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই পাক প্রাক্তন কূটনীতিক স্বীকার করে নিলেন ২০১৯ সালে বালাকোটে ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছিল ৩০০ জঙ্গির।

আরও পড়ুন:নাড্ডার কর্মসূচির ধারেকাছেও কেন ছিলেন না শুভেন্দু? জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয় হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। পাকিস্তানের ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব দিয়ে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের অন্দরে ঢুকে বালাকোটের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তবে ভারতের এই প্রত্যাঘাত এর কথা সম্পূর্ণ অস্বীকার করে পাকিস্তানের তরফে জানানো হয়, মিথ্যা কথা বলছে ভারত কোনও ক্ষতি হয়নি। দীর্ঘদিন পর অবশেষে প্রাক্তন কূটনীতিবিদ আঘা হিলালি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আন্তর্জাতিকক সীমানা পেরিয়ে ভারত সেদিন পাকিস্তানের মাটিতে ঢুকেছিল এবং তাদের বোমা বর্ষণে গুঁড়িয়ে যায় অনেক জঙ্গি ঘাঁটি ৷ অনুমান প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়।’ প্রসঙ্গত, সেদিন গোটা ঘটনার কথা অস্বীকার করলেও সম্প্রতি সেই ঘটনার কথা স্বীকার করে নেওয়ায় ফের একবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের।


































































































































