শুভেন্দু অধিকারী দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূলের তরফে তাঁকে প্রথম চ্যালেঞ্জ ছিল, “নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়ে জিতে দেখাও!” সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে পর পর হোঁচট খাচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রামে শুভেন্দুর গতকালের জনসভা সুপার ফ্লপ। সভা শেষে প্রাক্তন বিধায়ককে এমন বিচলিত আগে কখনও দেখেনি নন্দীগ্রাম।

আরও পড়ুন:বঙ্গে ক্ষমতায় এসেই চালু হবে আয়ুষ্মান-কৃষক নিধি, জানালেন নাড্ডা
আসলে, ভোটের ময়দানে “বেইমান”-কে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে (Nandigram) সভা করার পর ২৪ ঘণ্টার মধ্যে এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে ভাঙচুর চালানো হলো। আসবাবপত্র ও বাইক ফেলে দেওয়া হল পুকুরে। কোনওরকমে পালিয়ে বাঁচলেন অফিসের কর্মীরা। ঘটনায় অভিযোগে তির তৃণমূলের (TMC) দিকে। তৃণমূল বলছে, বেইমানকে শায়েস্তা করার জন্য স্থানীদের ক্ষোভের বহিঃপ্রকাশ!


































































































































