টিকিট পাওয়া নিয়ে জল্পনা? বিজেপিতে যোগ দেওয়ার পর দেখা নেই দীপালির

0
3

দলবদলের পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। তবুও ‘পাত্তা’ নেই গাজলের বিধায়ক দীপালি বিশ্বাসের (Dipali Biswas)। দীপালি ঘনিষ্ঠদের দাবি, এখন কলকাতাতেই (Kolkata) রয়েছেন দীপালি। এখন দীপালির জেলায় না ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দেন গাজলের সিপিএমের বিধায়ক দীপালি বিশ্বাস ও তাঁর স্বামী রঞ্জিত। সিপিএমের (BJP) টিকিটে গাজলে জয়ী হয়েছিলেন দীপালি। এদিকে বিজেপিতে যোগ দিয়ে জেলায়-জেলায় সভা করছেন শুভেন্দু। কিন্তু এখনও মালদহে ফেরেননি দীপালি ও রঞ্জিত। বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, এ বারের লোকসভা নির্বাচনে বিজেপি গাজলে ব্যাপক সাফল্য পেয়েছে। সেই সাফল্য ধরে রাখতে টিকিট দেওয়ার ক্ষেত্রে সাবধানী দল। এছাড়াও বহু তৃণমূল (TMC) নেতা-নেত্রী এবং সিপিএম নেতারাও যোগ দিয়েছেন বিজেপিতে। তারমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুশীল সরকার। বিধানসভা ভোটে সুশীলকে হারিয়েছিলেন দীপালি। বিজেপি নেতৃত্ব জানান, দীপালি এবং সুশীল দুজনেই টিকিটের দাবিদার। ওই আসনে আদি বিজেপিরও একাধিক মুখও টিকিটের দাবিদার। ফলে টিকিট নিয়ে গাজলে দ্বন্দ্ব তুঙ্গে।

এপ্রসঙ্গে রঞ্জিত বলেন, দল যাকে প্রার্থী করবে তাঁকে তিনি মেনে নেবেন। বিধানসভা ভোটে বিজেপির হয়ে মাঠে নেমে কাজও করবেন।

আরও পড়ুন-কোচবিহারে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন, পরিবারের পাশে মন্ত্রী

Advt