ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের, আজ কলকাতায় দাম কত?

0
2

নতুন বছরে নতুন করে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। দীর্ঘ ২৯ দিন অপরিবর্তিত থাকার পরে বুধবার থেকে ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel)। বুধবার ও বৃহস্পতিবার প্রতি রাজ্যে ডিজেলের দাম ২৫ থেকে ২৭ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৪ থেকে ২৬ পয়সা করে। তবে শুক্রবার আর পরিবর্তন হয়নি দামের।

ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৭৭ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা ছিল ৮৫.৬৮ টাকা।

এক নজরে দেখে নিন কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত

দিল্লি : Delhi
পেট্রোল ৮৪.২০ টাকা
ডিজেল ৭৪.৩৮ টাকা

কলকাতা : Kolkata
পেট্রোল ৮৫.৬৮ টাকা
ডিজেল ৭৭.৯৭ টাকা

মুম্বই : Mumbai
পেট্রোল ৯০.৮৩ টাকা
ডিজেল ৮১.০৭ টাকা

চেন্নাই : Chennai
পেট্রোল ৮৬.৯৬ টাকা
ডিজেল ৭৯.৭২ টাকা

আরও পড়ুন : ৮ জানুয়ারি, শুক্রবারের বাজার দর

এর আগে পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম।

Advt