লোকসভা এবং বিধানসভার স্পিকারের অনুমতি এখনও মেলেনি৷ তাই নারদকাণ্ডে চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে।
সিবিআইয়ের (CBI) এই দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ আগামী দু’ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তথ্য হলফনামার মাধ্যমে পেশ করার নির্দেশ দিয়েছে সিবিআইকে৷
সিবিআই আদালতে এমন জানালেও রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার আদালতে বলেন, চার্জশিট জমা দিতে বিধানসভার অধ্যক্ষের কাছে কোনও আর্জিই জানায়নি সিবিআই। ওদিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,”স্পিকারের অনুমতি ছাড়াই এই ধরনের মামলায় চার্জশিট জমা দিতে পারে সিবিআই।” এ বিষয়ে সিবিআইয়ের তরফে আইনজীবী চান্দ্রেয়ী আলম বলেধ, “আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন।” রাজ্যের বক্তব্য, ”অনুমতির প্রশ্ন পরে। কিন্তু কোনও ধরনের অনুমতিই এ ব্যাপারে অধ্যক্ষের কাছ থেকে চাওয়া হয়নি।”
এরপরই গোটা বিষয়টি রিপোর্টাকারে সিবিআইকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং অপারেশনের ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে৷ হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।
আরও পড়ুন : প্রশাসকের পদ থেকে সৌমেন্দু- অপসারণ কেন ? আজ হাইকোর্টে জানাবে রাজ্য




































































































































