কেন, কোন কারণে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) সরানো হয়েছে, আজ বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) তা জানাতে হবে রাজ্য সরকারকে৷
আরও পড়ুন : কাঁথি পুরসভা মামলায় হাইকোর্টে প্রাথমিক ধাক্কা সৌমেন্দুর
পুর দফতরের অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজ্যের কাছে এই তথ্য চেয়েছেন বিচারপতি অরিন্দম সিনহা। বুধবার মামলার শুনানিতে এই প্রশ্নের দিতে হবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে।

সৌমেন্দুর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে ওই পদ থেকে সরানো হয়েছে। বলেছেন, সরকার নিজের খেয়ালখুশি মতো কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে না। ভোট বকেয়া থাকলে পুর পরিষেবা স্বাভাবিক রাখতে নিয়ম মেনে প্রশাসক বসানো হয়৷ কাঁথি (Kanthi) পুরসভার প্রশাসক হিসেবে সৌমেন্দুকে নিয়োগ করা হয়েছিলো। অথচ স্রেফ রাজনৈতিক কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল। কেন এই অপসারণ, বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করেনি রাজ্য সরকার৷ এর পরই বিচারপতি অরিন্দম সিনহা জানতে চান, অপসারণের কারণ কী দেখানো হয়েছে৷



































































































































