কোভিড পরিস্থিতির জন্য এবছর গঙ্গাসাগর মেলায় যাবেন না মুখ্যমন্ত্রী। সোমবার নিজেই একথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি রাজ্যবাসীকে অনুরোধ করেছে সাগর মেলায় না যেতে। গঙ্গাসাগরে গিয়ে ভিড় না জমাতে। সাগরের জলে ডুব না দিয়ে এ বছর তিনি ই-স্নান করার পরামর্শও দিয়েছেন।

গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলা করেছেন জনৈক অজয় দে। তাঁর দাবি সাগরমেলার মাঠকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা না হলে প্রচুর জনসমাগম হবে। যার ফলে করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই সাগরদ্বীপকে প্রশাসন কনটেইমেন্ট জোন ঘোষণা করে দিক। অন্যদিকে বাবুঘাটকেও কনটেইনমেন্ট জোন করে দেওয়ার দাবি জানানো হয়েছে। যাতে প্রচুর ভিড় এড়ানো যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি।
আরো পড়ুন-রত্নার কথাই সত্যি হলো! বৈশাখী নেই, বিজেপির মিছিলে গরহাজির শোভনও






































































































































