জনসংযোগ বাড়াতে গ্রামীণ উলুবেড়িয়ায় পাঁচ সভা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

0
3

জনসংযোগ বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে হাওড়ার গ্রামীণ উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় রবিবার পাঁচ-পাঁচটি সভা করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। চা-চক্রে যেমন তিনি যোগ দিয়েছেন, তেমনি সমাজের বিশিষ্টদের সঙ্গে আলাপচারিতায় মাততেও ভোলেননি। তার চা-চক্রে অন্য দল থেকে বিজেপিতে যোগদান করেন এক দল সমর্থক। এরই পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষের সঙ্গে তিনি জনসংযোগ বাড়ানোর কাজে এদিন জোর দেন। প্রতিটি জায়গাতেই তিনি যেমন মোদি সরকারের সাফল্যের দিকটি তুলে ধরার চেষ্টা করেন, তেমনি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার কথা তুলে অভিযোগ করেন, বিগত ৯ মাস বিনা ব্যয়ে অন্নসংস্থানের সুযোগ করে দিয়েছিল কেন্দ্র। কিন্তু গরীব মানুষ সেই সুযোগ পাননি । তার আরও অভিযোগ, এ রাজ্যে কেন্দ্রের অনেক প্রকল্প দিনের আলো এখনও পর্যন্ত দেখতে পাইনি। এমনকি পদ্মফুল কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, এরাজ্যে পদ্ম ফুল ফোটান, মা লক্ষ্মী আপনি ঘরে আসবে। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মুখোমুখি কথা বলার পর তিনি তাদের মন্দিরে যান এবং তাদের নানা অভিযোগ শোনেন। সেখানে মতুয়া সম্প্রদায়ের অনেকেই তার কাছে অভিযোগ করেন, বাম আমল থেকে এখনও পর্যন্ত তারা জমির পাট্টা পাননি। মন্ত্রী তাদের আশ্বাস দেন যে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান হবে।
তার আজকের এই কর্মসূচি যে মূলত জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই তা বলার অপেক্ষা রাখে না।