অন্য জাতে বিয়ে, বোনের স্বামীকে কুপিয়ে খুন হরিয়ানায়!

0
3

জাতপাতের যাঁতাকল থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি হরিয়ানা । সম্প্রতি অন্য জাতে বিয়ে করায় নিজের বোনের স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করল তার শ্যালক। আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল আমজনতা ।এগিয়ে এলো না কেউ সাহায্যের জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, নীরজ নামে তেইশ বছরের ওই তরুণ কে রীতিমতো কুপিয়ে খুন করা হয়েছে । শুক্রবার রাতে হরিয়ানার পানিপত এলাকায় জনবহুল রাস্তায় এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, প্রায় ১২ থেকে ১৫ বার আঘাত করা হয়েছে ওই তরুণের শরীরে। নীরাজের দাদা জগদীশ জানিয়েছে, অভিযুক্ত তার বোনের স্বামীকে কথা বলার জন্য ডেকে পাঠায়। এমনকি বোনকে হুমকিও দেয় যে তার দুঃখের দিন শুরু হবে খুব শিগগিরই। জগদীশের দাদার বয়ান অনুযায়ী, দেড় মাস আগে তার ভাই ভালোবেসে বিয়ে করে ওই তরুণীকে। আর তারপর থেকেই একের পর এক ফোনে হুমকি আসতে থাকে। এমনকি এই ঘটনার পরও আরও খুন দেখতে হবে বলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। কিন্তু মেয়েটির দাদা ও ভাই এই সম্পর্ক মেনে নেয়নি ।যার পরিণতি এই খুন। অভিযুক্ত এখনও অধরা। পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে তাকে গ্রেফতার করার জন্য।