অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly) হাসপাতালে ভর্তি তিনি। মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এই মুহুর্তে মহারাজের শারীরিক কিছু পরীক্ষা করা হয়। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন লক্ষীরতন শুক্লা ( LAXMI RATAN SUKLA)।

এদিকে সৌরভের অসুস্থতার খবর পেয়ে পরিবারের সঙ্গে কথা বললেন কৈলাস বিজয়বর্গীয়। খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকম সাহায্য করার আশ্বাস দেন তিনি। দরকারে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেন অমিত শাহ।
হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে ইকো কার্ডিগ্রাম করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইসিজি ও করা হয়। সেখানে কিছু সমস্যা দেখা দেয়। এরপরই অ্যাঞ্জিওগ্রাফ করা সিদ্ধান্ত নেয় হাসপাতাল কতৃপক্ষ। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে অ্যাঞ্জীওপ্লাস্টি করা হবে কী না।
আরও পড়ুন:অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়




































































































































