ট্রেন কীভাবে আরও নিরাপদে চলাচল করতে পারবে সে জন্য প্রতিনিয়ত নানা কলাকৌশল উদ্ভাববনের চেষ্টা চলছে। ফলে, ট্রেন চলাচল আরও সুরক্ষিত করতে বিধি নিষেধেও নানা পরিবর্তন হচ্ছে। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে রেলের সংশ্লিষ্ট কর্মী-অফিসাররা হাতের মুঠোয় রাখতে পারবেন। তাই উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে প্রকাশ করা হল ত্রৈমাসিক পত্রিকা। পত্রিকার নাম ‘অনুভব’।

ইংরেজি নতুন বছর ২০২১ সালের প্রথম দিনেই অসমের মালিগাঁওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতরে ওই পত্রিকা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার (এনএফ রেল) অংশুল গুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার মনোজ কুমার আগরওয়াল।

আরও পড়ুন: সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর
ট্রেনের নিরাপদ চলাচলের সঙ্গে সম্পর্ক যুক্ত কর্মীদের মধ্যে ওই বুলেটিনের মুদ্রিত সংস্করণ বিলি করা হবে। নানা ট্রেনে বিবরণ এবং তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামতও ওই বুলেটিনে রয়েছে। ওই ত্রৈমাসিকে ট্রেন চলাচলের নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য আপডেট করা হবে। ফলে, ফিল্ড স্টাফরা আরও সুরক্ষিত করতে পারবেন ট্রেন চলাচলকে।



































































































































