জমি বিতর্কে ফের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। ‘ভুল হয়ে থাকলে এফআইআর করুন। ভুল প্রমাণিত হলে কি বলা হবে জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?’ কটাক্ষ দিলীপ ঘোষের।
শান্তিনিকেতনে জমি বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়ানোয় প্রশংসা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যা নিয়ে ফের অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। অমর্ত্য বাবু প্রসঙ্গে বুধবার এক সভা থেকে দিলীপ ঘোষের মন্তব্য,’তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন নাহলে মামলা করুন। জমি ওঁর না হলে কি উনি নোবেল ফেরত দেবেন?’ এখানেই থামেননি বিজেপির রাজ্য সভাপতি। বিশিষ্ট অর্থনীতিবিদের নোবেল জয়কে কটাক্ষ করেছেন তিনি ।
দিলীপ ঘোষের কথায়, অমর্ত্য সেন দেশকে কী দিয়েছেন তা ‘সার্চ’ করতে হবে। আমরা জানি না উনি কী দিয়েছেন। এরপর বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘তাঁর (অমর্ত্য সেন) জমি নাকি বিশ্বভারতীর জায়গায় আছে। হয় উনি এই বিষয়ে জবাব দিন, কাগজপত্র দেখান নাহলে কেস করুন। কেন এতবড় একজন লোকের নামে এমন একটা মিথ্যা কথা বলল! আর যদি না নয়, সত্য কথা হয়? তখন তো জবাব দিতে হবে। 
































































































































