সপ্তম দফা বৈঠকে কেন্দ্রের সঙ্গে তাঁরা ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করতে চান তা চিঠি লিখে জানিয়ে দিলেন কৃষক প্রতিনিধিরা। বুধবার বেলা দুটোয় দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র-কৃষক বৈঠক শুরু হয়েছে। তার আগে কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়ালকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে ৩ কৃষি আইন বাতিলের পদ্ধতি কী হবে এবং বুধবার যা যা নিয়ে আলোচনা করতে হবে।

সংযুক্ত কিষান মোর্চার তরফে এদিন ডিজে শর্ত দেয়া হয়েছে সেগুলি হল Msp এর গ্যারান্টি দিতে হবে। ইলেকট্রিসিটি আমেন্ডমেন্ট বিল বাতিল করতে হবে।
কেন্দ্রে ৩ নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি উপকণ্ঠে কৃষক বিক্ষোভ এক মাস পার হয়েছে। কৃষকদের দাবি, নতুন আইন প্রত্যাহার করতে হবে। কৃষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৬ মাস কেন প্রয়োজনে আমরা এক বছর ধরে এখানে আন্দোলন করে যাব। কেন্দ্রের তরফে জানানো হয়েছে কৃষি আইন সংশোধন সম্ভব, প্রত্যাহার নয়। দুইয়ে টানাপোড়েনে কৃষি আইনের ভবিষ্যৎ কি দাঁড়ায় তা আজকের বৈঠকের ব্যর্থতার উপর নির্ভর করছে।
আরো পড়ুন-করোনা ভ্যাকসিন ট্রায়ালের দ্বিতীয় ডোজ নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম



































































































































