মেলবোর্নে ( melbourne) বক্সিং ডে টেস্টে ( boxing day test) অজিঙ্কে রাহানের ( ajinkya rahane) শতরানে মুগ্ধ বিরাট কোহলি ( virat kohli)। ম্যাচ শেষ হতেই টুইটারে ( twitter) সে কথা জানালেন বিরাট।

পিতৃত্ব কালিন ছুটির কারনে এই মুহূর্তে দেশে রয়েছেন বিরাট। এদিন দ্বিতীয় দিনের ম্যাচ শেষ হতেই বিরাট টুইটারে লেখেন, “আরও একটা দারুণ দিল গেল আমাদের। দুরন্ত ইনিংস খেলল জিঙ্কস।”

রবিবার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ক্যামব্যাক করে টিম ইন্ডিয়া। টেস্টের দ্বিতীয় দিনে ৮২ রানে এগিয়ে রাহানের দল। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান ভারতের। যা দেখে বলা যেতে পারে যে বক্সিং ডে টেস্ট ম্যাচে চালকের আসনে ব্লুজ ব্রিগেডরা। দলের এই প্যারফমেন্সে খুশি বিরাট কোহলি।
আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে ৮২ রানে এগিয়ে ভারতীয় দল, শতরান অজিঙ্কে রাহানের



































































































































