একুশে নির্বাচনের আগে বঙ্গে দল বদলের জোয়ার এসেছে। শুভেন্দুর(Suvendu Adhikari) রাস্তা ধরেই ঘাসফুল শিবিরের একাধিক ছোট বড় নেতা ভিড় জমাচ্ছেন পদ্ম শিবিরে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে শাসক দলের শক্তিক্ষয় করতে পেরে বিজেপি(BJP) শিবির যখন উদ্দীপ্ত ঠিক সেই সময়ই এবার দেখা দিল উল্টো সুর। রাজনৈতিক ময়দানে মোদির সেনাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহের(Amit Shah) সমালোচনায় মুখর হয়ে উঠলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

অমিত শাহের রাজ্য সফরের আগে থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ইস্যুতে সরব ছিলেন বিজেপি সাংসদ শান্তনু। দাবি ছিল মতুয়ারা কবে নাগরিকত্ব পাবে তা স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। এরপর রাজ্য সফরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গোটা দেশে ভ্যাকসিন বিতরণ সম্পন্ন হলেই সিএএ(CAA) শুরু হয়ে যাবে। তবে শাহের মন্তব্যের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠলেন শান্তনু। তাঁর কথায়, ‘অমিত শাহ যা বলেছেন তা আমার সম্প্রদায়ের জন্য সঠিক নয়। ওনার উচিত আরেকটু পরিষ্কার করে বলা, ওনার আগামী পদক্ষেপ কী হতে চলেছে।’ পাশাপাশি শান্তনু আরও বলেন, ‘রাজনীতি করছি না আমি। আমার সমাজের মানুষ ভারতের নাগরিক হবে এটাই তো আমি চাই। বঞ্চিত হলে তাদেরও তো একটা বক্তব্য আছে।’
আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে মোদি-শাহের গুজরাটেই দলে দলে বিজেপি ছাড়ছেন কৃষকরা
শান্তনুর এহেন মন্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি এবার তাল কাটতে শুরু করেছে পদ্ম শিবিরের? এ প্রসঙ্গে অবশ্য শান্তনু ঠাকুর বলেন, ‘আমার কাছে দল বড় নয়, সমাজ বড়। আমার সমাজের মানুষের চাহিদায় আমি ভোটে দাড়িয়ে ছিলাম। আগামী দিনে পরিস্থিতি বলবে আমার কি করা উচিত।’ অন্যদিকে শান্তনুকে ঘাসফুল শিবিরের ফেরাতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না রাজ্য নেতৃত্ব। সরাসরি শান্তনুকে তৃণমূলের ফেরার বার্তা দিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। মতুয়াদের গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মতুয়া ভোট ঘরে ঢোকাতে কোনওরকম কার্পণ্য করছে না তৃণমূল নেতৃত্ব।


































































































































