নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আজ রবিবার দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা।
অমর্ত্য সেনের অপমানে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে অমর্ত্যের বাড়ি ‘প্রতীচী’র সামনে হকার উচ্ছেদ নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য এবং বিজেপি নেতারা যে ভাবে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনছেন, তাকে বাঙালি তথা বাংলার অপমান হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী। রাবীন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে শান্তিনিকেতনের মুক্ত অঙ্গনে পাঁচিল দেওয়া, এমনকী পৌষমেলা বন্ধের সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলেও তিনি হাঁটছেন তার সঙ্গে সংঘাতের পথেই। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ‘অমর্ত্য সেন মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে। তাই তিনি জমি দখল করে আছেন, হকার বসিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।’ এই ঘটনার প্রতিবাদ জানাতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি সরাসরি অমর্ত্য সেনকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.