বিশ্বভারতীর শতবর্ষে মোদির বক্তব্যের কড়া সমালোচনায় ব্রাত্য

0
2

বিশ্বভারতীর শতবর্ষ উৎসব উপলক্ষে রাখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু । তিনি বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে ভুল তথ্য পেশ করা হয়েছে। মেজদাকে বলেছেন বড়দা, উচ্চারণ ভুল করেছেন জ্ঞানদানন্দিনীর।’
তার জিজ্ঞাসা, প্রধানমন্ত্রী এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কিন্তু, তাঁর মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা কেন শোনা গেল না। তিনি বলেন, এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয় নেই?’

তিনি আরও বলেন, ‘ধর্মের নামে হয় নরবলি-বুদ্ধির বলি, বলেছিলেন রবীন্দ্রনাথ।’ তাঁর প্রশ্ন, ‘কী বলবেন প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের এই বক্তব্যের?’
গুজরাতের সঙ্গে গুরুদেবের গভীর যোগের কথাও এদিন মনে করিয়ে দেন মোদি। বলেন, ‘ক্ষুধিত পাষাণের একটা অংশ গুজরাতে থাকাকালীন লেখা।’
এই বিষয়ে ব্রাত্যর কটাক্ষ , আমরা তো রবীন্দ্রনাথকে বাংলার কবি হিসেবে মেনে করি না। তিনি তো বিশ্বকবি। তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন কবিগুরুর সঙ্গে গুজরাতের যোগাযোগ করাতে এত উৎসাহী?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি।