বাংলার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দুদিনই তাঁর নিশানায় ছিল রাজ্যের ‘অনুন্নয়ন’। রীতিমতো চ্যালেঞ্জের সুরে তিনি মুখ্যমন্ত্রীর (Mamata Benarjee) জবাব চেয়েছিলেন। অমিত শাহ যেতে না যেতেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খতিয়ান দিয়ে বুঝিয়ে দিলেন রাজ্যে উন্নয়নের তালিকা। তিনি বলেন, বাংলাকে দুঃস্বপ্নের নগরী হিসেবে দেখাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে ওই প্রকল্পগুলিতে দেশের মধ্যে প্রথম হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ, গ্রামীণ বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষতা উন্নয়ন, সংখ্যালঘু স্কলারশিপ (Scholarship), ই-গভর্নেন্স (E-governance) ও ই-টেন্ডারে বাংলা প্রথম।”
আরও পড়ুন:১২ জানুয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন মন্ত্রী রাজীব ব্যানার্জি?
একইসঙ্গে মমতা জানান, ভারতে জিডিপি বৃদ্ধির হার ৪.১৮ শতাংশ। কিন্তু বাংলার জিডিপি(GDP) বৃদ্ধির হার ৭.২৬ শতাংশ। এ ছাড়া শিল্প, কর্মসংস্থান ও কৃষিতে ভারতের তুলনায় রাজ্য অনেক এগিয়ে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারা বাংলা ঝকঝক চকচক করছে আর কেন্দ্রের বিজেপি সরকার ঈর্ষাকাতর হয়ে এসব কথা বলা বলছে।
দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সবেতেই ভাল স্থানে রয়েছে বাংলা। বাংলার অনেক স্কুলে এখনও শৌচালয় নেই বলে দাবি করেছিলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ১০০ শতাংশ স্কুলে টয়লেট রয়েছে। অদাবকে পাল্টা চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী, “যাবেন নাকি কোনও শৌচালয়ে। স্যানিটাইজ করে দেব।” বাংলার উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা যা প্রশ্ন তুলেছিলেন, তার সবকটির উত্তর দিয়েছেন বলে দাবি করে, তাঁর কাছে গুজরাটি খাবার ধোকলা খেতে চেয়েছেন মমতা।


































































































































