মেলবোর্নে দ্বিতীয় টেস্টে( 2nd Test) অনিশ্চিত ডেভিড ওয়ার্নার( David Warner)। ২৬ তিরিখ শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট(Boxing day test)। সেই ম্যাচে ফেরার কথা ছিল ওয়ার্নারের। কিন্তু চোট না সারায় সম্ভবত ওয়ার্নারকে পাচ্ছে না অজি ব্রিগেড।

প্রথম টেস্টে জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। শনিবার ভারতের বিরুদ্ধে জয় পেলেই সিরিজ পকেটে পুরে ফেলবে অজি ব্রিগেড। সেই দিকে তাকিয়ে অধিনায়ক টিম পেন। একদিনের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। সেই সময় রিহ্যাবে চলে যায় এই অজি ব্যাটসম্যান। রানিং বিটুইন দ্য উইকেটস নিয়ে এখনও সমস্যা রয়েছে ওয়ার্নারের।তাই দ্বিতীয় টেস্টে সম্ভবত তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ওপেনার হিসাবে ম্যাথু ওয়েডের সঙ্গে দেখা যেতে পারে জো বার্নসকে।
আরও পড়ুন:তৃতীয় টেস্টে মাঠে নামতে মুখিয়ে রোহিত


































































































































