শুভেন্দু যোগ দিতেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব! ভাঙচুর সহায়তা কেন্দ্র, মার খেলেন অনুগামীরা

0
4

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরই চরম গোষ্ঠীদ্বন্দ্ব গেরুয়া শিবিরের। আদি বিজেপি ও তৎকাল বিজেপির মধ্যে ভাঙচুর-মারামারিতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Mednipur) নারায়ণগড় (Narayanghar)

অভিযোগ, আদি বিজেপির কর্মী-সমর্থকেরা শুভেন্দু অধিকারীর অফিসে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় সহায়তা কেন্দ্র। মারধর করা হয় শুভেন্দুর অনুগামীদের।

ঘটনার সূত্রপাত, শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই পতাকা লাগাতে গেলে তাঁদের
বাধা দেন আদি বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর বচসা থেকে শুরু হয় হাতাহাতি, মারধর করা হয় শুভেন্দু অনুগামীদের। হামলা চলে সহায়তা কেন্দ্রেও। শুভেন্দুর ছবি, পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন : মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প