কয়লা পাচারকাণ্ডে আজ, সোমবার বেলা ১১টার মধ্যে CBI
মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালাকে (LALA) তাদের দফতরে হাজিরার নোটিশ দিয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকেল পাঁচটার মধ্যে যদি হাজিরা না দেয় সেক্ষেত্রে লালার বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ড: লালার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা
উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হক এখন হেফাজতে রয়েছে। এই এনামুলের সঙ্গে লালার নাম আগেই জড়িয়েছিল। তাই এনামুলের সঙ্গে লালাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। তদন্তে উঠে এসেছে, এনামুলের বাহিনী মাধ্যমেই উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা মাফিয়া লালা।

কিন্তু কয়লা পাচার কাণ্ডে অন্যতম পান্ডা লালা এখনও বেপাত্তা। কলকাতা, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে লালার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও লালার খোঁজ মেলেনি।তাকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। ইতিমধ্যেই তৃতীয়বার নোটিস সাঁটিয়ে আসা হয়েছে লালার বাড়িতে।

































































































































